প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরে পি আইসি কমিটি গঠনের ১৭ দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত দুটি বাঁধে এক কোদাল মাঠির কাজ ও হয়নি।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় মহালিয়া হাওরের ৫৭ নম্বর পি আইসি এবং ৫৮ নম্বর পি আইসি হাওর রক্ষা বেরি বাধের কাজ পেলেও তারা এখন পর্যন্ত বাঁধের কাজ ধরেননি।
উল্লেখ্য পি আইসি কমিটি গঠনে অনেক অনিয়ম এবং প্রকৃত কৃষককে বাদ দিয়ে তাদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন, এক এলাকার লোকজনকে দিয়ে অন্য এলাকায় পি আইসি কমিটি গঠন করা হয়েছে যাহা নীতিমালা পরিপন্থী।
১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করে ২৮ফেব্রুয়ারি মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা রয়েছে। অথচ এই পর্যন্ত মাত্র হাতেগুনা কয়েকটি পি আইসি বাধের কাজ শুরু করলেও অধিকাংশ বাধের কাজ শুরু হয়নি।কৃষকেরা তাদের কষ্টার্জিত বোরো ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন।
মহালিয়া হাওর পারের কৃষক ফজলুল হক বলেন আমাদের একমাত্র বোরো ফসল যার উপর নির্ভর করে আমাদের জীবন চলে।প্রতি বছর এই সময়ের আগে আমাদের বেরি বাধের অধিকাংশ কাজ শেষ হয়ে যায় কিন্তুু এই বৎসর এখন পর্যন্ত বাঁধে এক কোদাল মাঠিও পরেনি কৃষকরা দুশ্চিন্তায় দিন পার করছেন, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতিবিলম্বে বাঁধের কাজ শুরু করেন নতুবা কৃষকরা আন্দোলন শুরু করবে তখন পালাবার পথ থাকবেনা।
৫৮ নাম্বার পি আইসি কমিটির সভাপতি হাবুল মিয়া বলেন,মাটি কাটার মেশিন এখনো আসেনি,মেশিন আসলে কাজ শুরু করবো।
উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, এই বৎসর প্রশাসনের লোকজন পি আইসি কমিটি গঠন করেছে, তারা মনিটরিং কমিটির কোন সদস্যকে অবগত করেনি কিংবা পরামর্শ নেয়নি।আমাদের একমাত্র বোরো ফসল কারো অনিয়ম দুর্নীতির কারনে কিংবা অবহেলার কারনে বাঁধের কোন ধরনের ক্ষতি হলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে বহন করতে হবে।
উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মনির হোসেনের ব্যাবহিত মোবাইল নাম্বারে 01754275053। যোগাযোগ করলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সময় বিকাল ৬ টা ২২ মিনিট।L
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest