প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
জামালগঞ্জে কবি সাহিত্যিক ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত জাগ্রত কন্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কবি মো. সহিদ মিয়া।
সংবাদকর্মী আব্দুস সামাদ আফিন্দীর সঞ্চালনায় ও সমাজকর্মী আবু সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক এমরুল কয়েস, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক
অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক মহসিন কবির, সমাজকর্মী মিসবাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক মিয়া, নোয়াগাঁও অষ্টগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সেলমগীর কবির।
‘সংসদীয় বিতর্কে সু-সমবন্টন আজ নেই, এ কথাটা অসত্য’ বিষয়ে সরকারি দলের হয়ে অংশ নেন নোয়াগাঁও অষ্টগ্রাম মাদ্রাসার শিক্ষার্থীরা। বিরোধী দলে ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘আমাদের পূর্বসূরিরা আমাদের মাঝে সুখী ছিলেন’ বিষয়ে বিতর্কে অংশ নেয় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও
সাচনা বাজার উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করেন। শ্রেষ্ঠ বক্তা এহসানুল হক, আল আমিন ও নুসাইয়া রাহমা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest