প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ২ টা থেকে ভোর ৭ টা পর্যন্ত পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসার সহ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে আটককৃত ২৫ জনকে সকল ১১টায় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ আইনে ৬ জনকে ৩ সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে ৩ মাসের (৯০ দিনের) কারাদণ্ড প্রদান করে কোর্ট হাজতে প্রেরণ করেন।
এর সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest