প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি::
টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকার অবৈধ কোনা জাল, কারেন্ট জাল, চায়না ধুয়ারি রিং জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা ফুটবল খেলার মাঠে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।
এ সময় উপস্থিত ছিলেন আনসার কর্মকর্তা মুস্তফা ফরিদুল,সাংবাদিক রোকন উদ্দিন,সৈকত হাসান টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ আবুল কালাম প্রমুখ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, টাঙ্গুয়ার হাওর আমাদের মৎস ভান্ডার, এই মৎস ভান্ডার কে মৎস খেকু থেকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব, যারা অবৈধ ভাবে কোনা জাল সহ বিভিন্ন কারেন্ট জাল দিয়ে মাছের বংশবৃদ্ধি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসন সহ সকলের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম বলেন, হাওরে জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে থাকে। যার ফলে দিন দিন হাওর এলাকায় মাছ শূন্য হয়ে পড়ছে। মাছের বংশ বৃদ্ধি ও মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest