প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ব বৃহৎ টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ৪লক্ষাধিক টাকা মুল্যের অবৈধ জাল জব্দ করে পড়ে জনসম্মুখে পুড়ানো হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলা স্টেডিয়ামে জব্দকৃত তিন হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসেম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা আনসার কর্মকর্তা মুস্তফা ফরিদুল, প্রশিক্ষক সুমাইয়া সুলতানা, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ আবুল কালাম প্রমুখ।
এর আগে বুধবার সকাল ৭টা থেকে উপজেলা মৎস কর্মকর্তা ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে টাঙ্গুয়ার হাওর এলাকায় থেকে ৩হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হাসেম বলেন
ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর সহ উপজেলার বেশ কটি হাওরে জেলেরা নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরে যার ফলে দিন দিন হাওরে মাছ শুন্য হয়ে পড়ছে। মাছের বংশবৃদ্ধি রক্ষায় কোনা জাল সহ সকল জাল জব্দ করার অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest