প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
হাওর বেষ্টিত তাহিরপুরের দীর্ঘ প্রত্যাশার ফসল শিশু পার্কের কাজের উদ্ধোধন করেন উপজেলার চৌকষ নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম।
সোমবার সকাল ১২ টায় উপজেলা চত্বর ঘেরা দৃষ্টি নন্দন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পরিত্যক্ত জায়গায় আনুষ্ঠানিক ভাবে সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে শিশু পার্কের কাজের উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আবুল হাসেম নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পার্কটির কাজের উদ্ধোধন করেন।
হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলা বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল, কোমলমতি শিশু-কিশোরদের নির্মল চিত্তবিনোদনের জন্য উপজেলা সদরে একটি শিশু পার্ক নির্মাণ করার। ‘উপজেলা পরিষদ শিশু পার্ক’ নামে শিশু পার্কটির কাজের উদ্বোধন হওয়ার ফলে তাহিরপুর বাসীর দীর্ঘদিনের এই দাবি অবশেষে কিছুটা হলেও পূরণ হয়েছে।
উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন এর ঐকান্তিক প্রচেষ্টায়, ইউএনও মোঃ আবুল হাসেম এর পরিকল্পনায় গড়ে তোলা হচ্ছে ‘উপজেলা পরিষদ শিশু পার্ক’ নামে এই শিশু পার্কটি।
শিশু পার্কটি উদ্ধোধনের সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, বি এনপি নেতা বাদল মিয়া,কৃষক দল সভাপতি লুৎফর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মাহবুব চৌধুরী, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রোকন উদ্দিন, সৈকত হাসান, আবুজহুর,নজরুল শিকদার, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজন আছে। এই পার্কে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারবে। শিশুদের মেধা বিকাশের পাশাপাশি বিনোদনের চাহিদা মেটাবে এই পার্কটি । তাহিরপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি শিশু পার্কের আমরা সকলে মিলে আজ পার্কটির কাজের উদ্ধোধন করেছি।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest