সুনামগঞ্জ জেলা বি এনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

সুনামগঞ্জ জেলা বি এনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা বি এনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।

রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এনপির আহব্বায়ক জনাব কলিমউদ্দিন আহমদ মিলন,আহব্বায়ক কমিটির সদস্য এড মল্লিক মঈনুদ্দিন সুহেল,এড, শেরেনূর আলী,এড, নূরুল ইসলাম নুরুল, আনিসুল হক, ফারুক আহমেদ, রেজাউল হক,মুনাজ্জির হোসেন সুজন,জেলা বি এনপির সাবেক সহঃ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী, বি এনপি নেতা কালারচান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন সহ অগনিত নেতা কর্মী সমর্থক।

বক্তারা বলন ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।

কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন।

সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতস্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এদিনটি পালন করছে।