প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কিশোর কন্ঠের মেধা বৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কিশোর কন্ঠ পড়বো , জীবনটাকে গড়বো এ স্লোগান কে সামনে রেখে
শনিবার (২নভেম্বর) সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায়
হল প্রধান হিসেবে ছিলেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের জামালগঞ্জ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক রাশিদুল হক জিসান।
এসময় প্রধান অতিথি হিসেবে হল পরিদর্শন করেন জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে হল পরিদর্শন করেন মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলার অন্যতম পৃষ্ঠপোষক জুবায়ের আহমদ, আরও ছিলেন জামালগঞ্জ উপজেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক হাবিবুর রহমান, ফখরুল আলম ও তোফাজ্জল হক প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন
কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান পৃষ্টপোষক আবু তাহের, ছাদিকুর রহমান জনি, নাজিম উদ্দিন, ও হাসান আল ইমরান, বর্তমান জামালগঞ্জ উপজেলার সহকারী প্রধান পৃষ্ঠপোষক সহিবুর রহমান সহ অনেকেই।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, জামালগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুস সালাম।
পরিক্ষার কেন্দ্র তথ্য সূত্রে জানা যায় যে
কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষায় উপজেলায় ৫শত পরিক্ষার্থীর মধ্যে
৪শত৮৫জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে স্বতস্ফুর্ত ভাবে পরিক্ষায় অংশগ্রহণ করেন। এসময় এধরনের উদ্যোগ গ্রহন করায় কিশোর কন্ঠ পাঠক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন পরীক্ষার্থীর অভিভাবকেরা।
জানা যায় যে একযোগে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় এ মেধাবৃত্তি পরীক্ষায় অনুষ্টিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest