সুনামগঞ্জ-১ আসনে বেড়েছে সিলেটি ক্যাডারদের আনাগোনা,শঙ্কিত স্বতন্ত্র দুই প্রার্থীও ভোটাররা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

সুনামগঞ্জ-১ আসনে বেড়েছে সিলেটি ক্যাডারদের আনাগোনা,শঙ্কিত স্বতন্ত্র দুই প্রার্থীও ভোটাররা

ভাটির কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জ-১ নির্বিাচনী আসনরে ৪ টি উপজলোয় বাড়ছে বহিরাগতদের আনাগোনা। ফলে শঙ্কিত হয়ে পড়ছেনে দুই স্বতন্ত্রর্প্রাথীসহ সাধারণ ভোটাররা। বিশ্বস্থ সূত্রে জানা যায়, নির্বিাচনী এলাকার তাহিরপুর উপজলোর মধ্য তাহিরপুরে একটি বাড়িতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রনজিত চন্দ্র সরকারের পক্ষে বহিরাগত সিলটি ক্যাডাররা ভাড়াটয়িা বাড়িতে অবস্থান করছেন। এভাবে নির্বাচনী এলাকার র্ধমপাশা, জামালগঞ্জ ও মধ্যনগরে বহিরাগতদের আনাগোনা বাড়ছে।সেই সঙ্গে বাড়ছে ভোটারদরে মনে ভয়ভীতি । বিষয়টি নিয়ে দুই স্বতন্ত্রর্প্রাথী ইঞ্জিনিয়িার মোয়াজ্জেম হোসনে রতন ও মোঃ সেলিম আহমদ উদ্বেগ প্রকাশ করছেন। একাধিক সূত্রে জানা যায়, ভোটের দিন কেন্দ্র দখল ও ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করতে বহিরাগত ক্যাডারদের হাওরাঞ্চলে দেখা যাচ্ছে। যেকেোন মুর্হুতে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছেন তারা। সচতেন মহলরে দাবী, ভোট সুষ্ঠু ও অনাকাঙ্খতি ঘটনা এড়াতে প্রশাসনকে তৎপর থাকার আহবান জানান । ঈগল প্রতিকের স্বতন্ত্রর্প্রাথী সেলিম আহমদ জানান, সুনামগঞ্জ-১ আসনে নির্বাচনকে বিতর্কিত করতে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। যেকেোন সময় আইনশৃঙ্খলা পরস্থিতির অবনতি ঘটতে পারে। এ ব্যাপারে নির্বাচন কমশিনকে অবগত করেছি, এক্ষত্রেে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। । কেটলী প্রতিকের র্প্রাথী টানা তিনবারের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন জানান, বহিরাগত ক্যাডারদের নিয়ে আমি এবং আমার সাধারণ ভোটাররা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছি। নৌকার মনোনতি র্প্রাথী এডভোকটে রণজিত চন্দ্র সরকাররে পক্ষে সিলেট থকেে ক্যাডাররা নির্বচনী মাঠে রয়েছে।। বিষয়টি আমি নির্বাচন কমিশনকে মৌখকিভাবে অবগত করেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ