প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

সুজন তালুকদার:
ছাতক পাথর ব্যবসায়ী সমিতি (রেজি: চট্ট ১৭১৪) এর ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ২৯ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ছাতক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কর্মীবান্ধব নেতা হাজী মোঃ আবুল হাসান। তিনি চাকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল হাসান পাথর ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দোয়া ও সমর্থন ভোটারদের কাছে ভোট কামনা করেছেন।
চাকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন ব্যবসায়ীদের অধিকার ও উন্নয়নের জন্য।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest