বইমেলায় পাওয়া যাবে কবি ইমদাদুন খানমের ২টি বই

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

বইমেলায় পাওয়া যাবে কবি ইমদাদুন খানমের ২টি বই

নিজেস্ব প্রতিবেদক :   এবার একুশে বই মেলায় লন্ডন প্রবাসী কবি ইমদাদুন খানের নতুন দুটি বই প্রকাশিত হচ্ছে। জসিম বুক হাউস প্রকাশিত বইগুলো পাওয়া যাবে জসিম বুক হাউসের পরিবেশক অমর একুশে বইমেলায় ৪৬৫/৪৬৬ নং স্টলে।

জানা যায়,শব্দের আলিঙ্গন এবং শব্দের ছোঁয়া নামে বই দুটি ইমদাদুন খান সম্পাদিত কবিতা কাব্য গ্রন্থ। এছাড়া লেখকের একটি গল্পের বই খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে।

শব্দের আলিঙ্গন ও শব্দের ছোঁয়ায় অসংখ্য কবিতা থাকছে বইটিতে। প্রেম-বিরহ, মানবজীবনের প্রগাঢ় ভালোবাসার মুহূর্ত, প্রেমময় সময়, প্রেমিক মনের আকুতি, সমসাময়িক বাস্তবতা, জীবনের নানান দিক ফুটে উঠেছে কবিতাগুলোতে।

২ টি বইয়ের’ প্রচ্ছদ করেছেন সুনামগঞ্জের কৃতি সন্তান আনোয়ারুল আনু।

বই দুটি অমর একুশে গ্রন্থ মেলায় প্রিয় ত্রয়ী প্রকাশনীর ৪৬৫ ও ৪৬৬ নম্বর স্টলে পাওয়া যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ