যানবাহন চালনা প্রশিক্ষণের ৪র্থ ব‍্যাচ (ক্রমপুঞ্জিত _৭ম) ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

যানবাহন চালনা প্রশিক্ষণের ৪র্থ ব‍্যাচ (ক্রমপুঞ্জিত _৭ম) ব্যাচের  উদ্বোধনী অনুষ্ঠান

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ : প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ২০২২- ২০২৩ অর্থবছরের যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের ৪র্থ ব‍্যাচ (ক্রমপুজ্ঞিত _৭ম) ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করা হয়েছে।

সোমবার ০৩ এপ্রিল, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের হল রুমে, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলমের সভাপতিত্বে ও কস্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট, এ.কে.এম. আব্দুল্লাহ বিন রসিদ, এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাাম খান। ইলেকট্রনিক প্রশিক্ষক,রণজিৎ, পোশাক প্রশিক্ষক, শিফু রানী,জাহেদা বেগম,যানবাহন সহকারি প্রশিক্ষক দিপংকর দাস ও মো সেলিম ম্যাকানিক্যাল মো সুজন আহমেদ সাগর, মো রেজাউল, মোঃ কিসমত সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীগন।