শিরোনাম

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বম্ভরপুরের গর্ব: মিশরে তারাবীহ পড়াবেন হাফেজ মিনহাজুর রহমান অলি

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বম্ভরপুরের গর্ব: মিশরে তারাবীহ পড়াবেন হাফেজ মিনহাজুর রহমান অলি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) :  বিশ্বম্ভরপুর উপজেলার জন্য এক গর্বের সংবাদ। পবিত্র মাহে রমজানে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় কেন্দ্র মিশরে তারাবীহ নামাজ পড়াবেন হাফেজ মিনহাজুর রহমান অলি।
কুরআনে হাফেজ হওয়া ও শুদ্ধ তেলাওয়াতে দক্ষতার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এ সম্মানজনক সুযোগ পেয়েছেন তিনি। মিশরের একটি প্রসিদ্ধ মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবীহ নামাজে ইমামতি করবেন হাফেজ মিনহাজুর রহমান অলির এ খবরে আনন্দিত এলাকাবাসী।
স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা জানান, ছোটবেলা থেকেই হাফেজ মিনহাজুর রহমান অলি কুরআন শিক্ষায় মনোযোগী ছিলেন। তাঁর এই অর্জন শুধু পরিবার বা এলাকার নয়, বরং পুরো দেশের জন্য গৌরবের বিষয়।
বিশ্বম্ভরপুরসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর জন্য দোয়া কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা আল্লাহ তাআলা যেন তাঁকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং আরও সম্মানের উচ্চতায় পৌঁছে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ