শিরোনাম

ছাতক উপজেলা ছাত্রদলের ভালোবাসায় সিক্ত সাবেক ছাত্রনেতা তানভীর আহমদ তারেক

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

ছাতক উপজেলা ছাত্রদলের ভালোবাসায় সিক্ত সাবেক ছাত্রনেতা তানভীর আহমদ তারেক

ছাতক প্রতিনিধি :  ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা তানভীর আহমদ তারেক দীর্ঘ ছয় বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) তাঁর স্বদেশ আগমন উপলক্ষে ছাতক উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।

ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ ছাত্রদলের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে তানভীর আহমদ তারেক বলেন, “আমি কোনো নেতা নই। তারপরও প্রিয় সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আজ যে কার্যালয়ে বসেছি, সেখান থেকেই প্রিয় সহযোদ্ধা ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তুখোড় ছাত্রনেতা মতিউর রহমান রুমানের হাত ধরে আমার ছাত্ররাজনীতির পথচলা শুরু হয়েছিল।”
তিনি আরও বলেন, “গোবিন্দগঞ্জ এলাকায় তৎকালীন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে আমাকে দেশ ছাড়তে হয়েছিল। এখন আমাদের সুদিন এসেছে। তবে আমরা কখনোই তাদের মতো আচরণ করব না।”
দেশে ফিরে জননেতা কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, সেই বিজয় আমাদেরই হবে।”
সবশেষে তানভীর আহমদ তারেক বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে ছাত্রদলের প্রিয় ভাইয়েরা আমাকে ঋণী করে রেখেছেন। সুখে-দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি।

এ সংক্রান্ত আরও সংবাদ