সিলেট বিভাগে রবীন্দ্র সংগীত ও উচ্চাঙ্গসংগীতে শ্রেষ্ঠ সুনামগঞ্জের “শুভমিতা”
প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬
ভাটির কণ্ঠ ডেস্ক : শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সিলেট বিভাগে রবীন্দ্র সংগীত ও উচ্চাঙ্গসংগীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শুভমিতা । তার এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মহলে আনন্দের জোয়ার বইছে।
সংগীতচর্চায় নিষ্ঠা, সাধনা ও আত্মনিবেদনের স্বীকৃতি হিসেবে শুভমিতার এ অর্জন সিলেট বিভাগের জন্য গর্বের। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি এবার দেশসেরা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলেন।
শুভমিতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তার মা বাবা ও শিক্ষক,ও শুভাশিসগণ।জাতীয় পর্যায়েও তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখবেন বলে তাঁরা আশাবাদী।