শিরোনাম

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি পদে ফরম সংগ্রহ করলেন ইমদাদুন খান

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি পদে ফরম সংগ্রহ করলেন ইমদাদুন খান

ভাটির কণ্ঠ ডেস্ক :  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটি ২০২৬ খ্রিস্টাব্দের নির্বাচন আগামী ১৮ জানুয়ারি, রবিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনের সম্মানিত সদস্যদের মধ্যে বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কবি ও সমাজকর্মী ইমদাদুন খান।
ইমদাদুন খান লন্ডনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। তিনি সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ