প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪
ভাটির কন্ঠ ডেস্ক :: স্কুলের সামন থেকে ‘অপহৃত ছাত্রী’কে ১৩ দিনেও উদ্ধার করতে পারেনি সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেফতারও হয়নি কেউ। এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে প্রথমে দক্ষিণ সুরমা থানায় ১০ জানুয়ারি সাধারণ ডায়েরি (নং-৪৭২) এবং পরে ১৩ জানুয়ারি থানায় একটি অপহরণ মামলা (নং-০৭(১) ২৪) করেন।
মামলার আসামি করা হয় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লস্করপুর গ্রামের সোহেল মিয়ার পুত্র মো. শাওন মিয়া (২০) ও তার সহযোগী সোহেল মিয়াকে (৫০)।
মামলায় অভিযোগ করা হয়, গত ৯ জানয়ারি দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবমশ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়। স্কুল থেকে বাসায় ফেরার পথে বিদ্যালয়ের সামন থেকে অপহরণ করে নিয়ে যায় বখাটে শাওন ও তার সহযোগী।
ঘটনার পর মেয়ের পিতা শাওন পরিবারের সাথে যোগাযোগ করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। কিন্তু মেয়েকে ফিরিয়ে না দিয়ে শাওনের পিতা সোহেল মিয়া ক্ষুব্দ হয়ে মেয়ের বাবাকে দেখিয়ে নেওয়াসহ নানা হুমকি দেন। পরে মেয়েকে উদ্ধার ও অপহরকদের গ্রেফতার দাবিতে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন মেয়ের পিতা।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই আতিকুর রহমান জানান, আমাদের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে। যেকোন সময় ভিকটিম উদ্ধার ও আাসমীদেরকে গ্রেফতার করা হবে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ভিকটিম সহ আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতার ও উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত আছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest