প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪
মনোয়ার পারভেজ,সিলেট থেকে::
বন্যার্তদের সহযোগিতা ও ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানে কাজ করছে সিলেটের কয়েকটি নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আস-শিফা হেলথ কেয়ার’ টিম।
(১ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়ার ব্রাহ্মণ বাজার ইউনিয়নে বন্যা কবলিত মানুষকে সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করেছে টিমটি। ক্যাম্পিং-এ সাধারণ মানুষ স্বতস্ফুর্ত ভাবে স্বাস্থ্য সেবা নিতে আসেন এবং মেডিকেল টিমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তারা।
চিকিৎসা নিতে এসে কাজে সন্তুষ্ট হয়ে তারা বলেন এইবার যত লোক আসছেন এর আগে কোনো ক্যাম্পিং-এ এতলোক জরো হননি।
ক্যাম্পিং টি হয়েছিল গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে, সেই স্কুলের প্রধান শিক্ষিকাসহ সকল শিক্ষক-শিক্ষিকা অনেক খুশি হয় তাদের কাজে।
ক্যাম্পিং এর অভিজ্ঞতা থেকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুলতানা লস্কর বলেন, “আজ ১লা সেপ্টেম্বর রোজ রবিবার আশ-শিফা হেলথ কেয়ার টিম এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করি সেখানে ৩৫০জনেরও বেশি আমরা রুগী দেখি এবং ফ্রি প্রাথমিক ঔষধ বিতরন করি।”
সেখানে ছিলেন আশ-শিফা হেলথ কেয়ার টিম এর ১২জন সদস্যরাসহ টিমের প্রতিষ্টাতা সুলতানা লস্কর।
এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য নাঈম, সোহান, সাগর, ফাহিম, রিমু, রেদোয়ান, আরিফ, অয়ন, সুচি, তানজিনা, মুন্নি। তাদের সহযোগিতা ও নিরাপত্তার জন্য সেখানকার থানা পুলিশ ও স্থানীয় লোকজন যথেষ্ট সহযোগিতা করেছেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest