প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
স্টাফ রিপোর্টার : সন্ত্রাসী হামলায় আহত মাহফুজা আক্তার মিলি গতকাল চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। খবর নিয়ে জানা যায় যে, গত ০৩/০৭/২১ ইং তারিখে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই মাঝপাড়া গ্রামে ইউ/পি নির্বাচনকে কেন্দ্র করে মারামারিতে একই পরিবারের পিতা ও পুত্র মৃত্যুর সুখ কাটতে না কাটতেই চিকিৎসাধীন অবস্থায় আহত মাহফুজা আক্তার মিলি মারা যান। ভিকটিম মাফুজা আক্তার মিলি আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউ ডিপার্টমেন্টে ভর্তি ছিলেন। ঘটনার দিন সে তার পিতা ও ভাইদের বাঁচাতে এগিয়ে গেলে প্রভাবশালী নেতা জাহেদ আলীর ভাতিজা রুমেল ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলার শিকার হয়ে আহত হন। বর্তমানে আহত অবস্থায় মৃত বশির মিয়ার স্ত্রী ও ছেলে মো:মামুন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন।
ঘটনার বিষয়ে দক্ষিন সুরমার বর্তমান চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একই পরিবারের তিনজন সদস্য নিহত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করিতেছে। তিনি নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত ঘটনায় আসামিদের গ্রেফতারের বিষয়ে বলিলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest