সিলেট আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনে লাখো মুসল্লির সমাগম

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

সিলেট আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনে লাখো মুসল্লির সমাগম

সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি : রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, উস্তাযুল উলামা মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ্ ফুলতলী’র সভাপতিত্বে ২দিন ব্যাপী আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনে সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে লাখো মুসল্লীয়ানদের উপস্থিতি। ৩ মার্চ শুক্রবার সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত শানে রিসালত মাহফিল সফল ভাবে বাস্তবায়ন করতে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি আহবায়ক মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী কমিটির সকল সদস্য কে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রথম দিনে বাংলাদেশের প্রখ্যাত পীর আলিম উল্লামা ইসলামী শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ বয়ান পেশ করছেন। ৪ মার্চ শনিবার দিনব্যাপী বয়ান পেশ করবেন মিশর থেকে আগত আল্লামা সায়্যিদ মুহাম্মদ আবদুল বাইছ আল কিত্তানী,পবিত্র মক্কা মুকাররাম থেকে আগত শায়খ সায়্যিদ ওবায়দুল্লাহ আল আত্তাস,তুরস্ক থেকে আগত প্রফেসর ড.আবদুল কাদির আল হুসাইন, মিশর থেকে আগত শায়খ ড. আহমদ আশ শরীফ আল আযহারী,বৃটেন থেকে আগত শায়খ সায়্যিদ মা’আন আল হাসানী আল মক্কী,
এছাড়াও দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশায়িখ আলিম – উলামা,শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন। শুক্রবার ও শনিবার দু’দিন ব্যাপী মহাসম্মেলন রয়েছে লাখো মুসল্লীয়ানদের উপস্থিতি শনিবার রাত ১২ টার দিকে সম্মেলনের সমাপ্তি হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ