প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩
ভাটির কন্ঠ ডেস্ক : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খারাপ মন্তব্য করার দায়ে প্রবাসী যুবকের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ১৮ জানুয়ারি সিলেটের মোগলাবাজার এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা বর্তমান লন্ডন প্রবাসী মো. আব্দুল কবির এর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সন্ত্রাসী কান্ড চালিয়েছেন।
মো. আব্দুল কবির সিলেটের মোগলাবাজার থানার খালেরমুখ বাজারের ডুংশ্রী গ্রামের মৃত মোঃ আব্দুল লতিফ এর ছেলে। তিনি দেশে থাকাকালীন সময়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রবাসে থেকেও দলের ভালোবাসা ত্যাগ করতে পারেননি। যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক খারাপ পোষ্ট করে চলেছেন তিনি।
ফেসবুকে খারাপ মন্তব্য করার জেরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মো. আব্দুল কবির এর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালান। এমনকি তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়।
এঘটনায় মো. আব্দুল কবির এর পরিবার মোগলাবাজার থানায় মামলা করতে গেলে থানা পুলিশ কোন মামলা না নিয়ে উল্টো কবির এর পরিবারকে জেলে ঢুকানোর হুমকি দেন।
জানা গেছে, এর আগে ছাত্রদল নেতা মো. আব্দুল কবির এর বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক আবুল হোসেন। কোতোয়ালী থানা (জিডি নং-২৬৯২, তারিখ-২৬-০৩-২২ইং।
ডায়েরী উল্লেখ করেন সিলেটের মোগলাবাজার থানার খালেরমুখ বাজারের ডুংশ্রী গ্রামের মৃত মোঃ আব্দুল লতিফ এর ছেলে ছাত্রদল নেতা মোঃ আব্দুল কবির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানাবিদ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারই একটি পোষ্টে সাংবাদিক আবুল কমেন্ট করেছিলেন ‘এমন ধরনের মন্তব্য করা ঠিক না’। এরপর থেকে কবির বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।
মোঃ আব্দুল কবির তার নামীয ফেইসবুক আইডির মাধ্যমে ২৪ মার্চ ২০২২ খ্রি. রাতের প্রথম প্রহর অনুমান ১ টার দিকে মোঃ আব্দুল কবির (Md Abdul Kabir) তার ব্যবহৃত ফেইসবুক আইডির মেসেঞ্জার থেকে সাংবাদিকের মেসেঞ্জারে (Md Abul Hosen)-কে হত্যার হুমকি দেয়।
হুমকিতে মোঃ আব্দুল কবির বলেন, “তুই আমার পোস্টে কমেন্ট করছোছ তোর সাহস দিন দিন বেড়ে চলেছে। আমি দেশের বাইরে থাকলে কি হবে আমার লোক আছে। প্রয়োজনে তর পিছনে ১০ লাখ ব্যয় করমু। তুই আমার আত্মীয়দের বিরুদ্ধে নিউজ করছ আমি সব খবর পাই। তর দিন শেষ যা করার করি লা। তর মৃত্যু তরে ডাকছে। তুই রেডি থাক। আমার লোক তর পিছনে আছে।”
মোঃ আব্দুল কবির-এর এহেন হুমকি-ধমকিতে আমি চরমভাবে ভীত-সন্ত্রস্থ হয়ে পড়েছেন সাংবাদিক আবুল হোসেন। মোঃ আব্দুল কবির নেপথ্যে থেকে সে তার নেতৃত্বাধীন লোকজন দিয়ে যে কোন সময় সাংবাদিক আবুল হোসেনকে হত্যা গুমসহ তার জানমাল ও আমার স্বজনদের সার্বিক ক্ষতি করাতে পারে। তাই ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক আবুল হোসেন।
এসএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest