প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ইয়ূথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রীতির সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে সুনামগঞ্জের সমন্বয়কারী মো. মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর রজত কান্তি সোম মানস, দি হাঙ্গার প্রজেক্ট কর্মসূচি সমন্বয়কারী ঢাকার আবুবকর সিদ্দিক রুবেল, বিশ্বম্ভরপ্রু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহরম আলী, জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য মো. আবদুছ ছাত্তার, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির উদ্দিন, সুজন’র সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও জেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের যুগ্ম সাধারন সম্পাদক মো.ওবায়দুল হক মিলন ও সাংবাদিক একে কুদরত পাশা প্রমুখ।
সংলাপ অনুষ্ঠানের আগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক অনুষ্ঠানে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন প্রভাষক সাহিনা চৌধুরী রুবি।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, প্রভাষক মো. ওসমান গণী, প্রভাষক মানিক উল্লাহ। অনুষ্ঠানে পক্ষ দলে বিতর্কে অংশ নেয় সুনামগঞ্জের এনসিটিএফ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিপক্ষ দল হিসাবে অংশ নেন সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, মানুষে মানুষে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই।তারজন্যে তারুন্যকে এগিয়ে আসতে হবে। নতুনরা যখনই ন্যায়ের পক্ষে, সুন্দরের পক্ষে দাড়িয়ে যাবে তখনই এই সমাজ থেকে সমস্ত অপশক্তি বিদায় নিবে।সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্টিত হবে।
সংলাপ অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest