কবিতা-“মা “লেখক-লুবনা আক্তার ঈশিতা

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

কবিতা-“মা “লেখক-লুবনা আক্তার ঈশিতা

মা
লুবনা আক্তার ঈশিতা

মায়েরা সব বুঝে-
না বলা কথা,না বলা ব্যাথা!
আছে যত না বলা দুঃখ কিংবা যন্ত্রণা!

মায়েরা সব বুঝে-
মায়েরা বুঝে আমাদের অযুহাত!
মায়েদের ভুল বুঝানো সহজ নাহ!
মায়েরা ঠিক বুঝে যায়
নিদারুন সত্য কিংবা মিথ্যার বাহানা!

মায়েরা সব বুঝে-
মা ডাক্তার নয় কিন্তু বুঝে
জ্বর হলে ঠিক কোন ঔষধ এর প্রয়োজন!
মা বুঝে শীতে কম্বলের প্রয়োজন!
মাথা ব্যাথায় এক কাপ চা প্রয়োজন!
ঘরে ফিরলে এক গ্লাস পানি প্রয়োজন!
ক্লান্ত শরীরে বিশ্রাম প্রয়োজন!
পড়তে বসলে আমার নিরবতা প্রয়োজন!

মায়েরা সব বুঝে-
যেমন বুঝে আমাদের চোখের ভাষা
বুঝে শুনতে না পাওয়া হাহাকার!
মায়েরা বুঝে কোথায় সুখ কোথায় শান্তি..
তাতে বইছে কতো দুঃখের ভাড়!

মায়েরা সব বুঝে-
মা বুঝে বিধ্বস্ত হয়ে ফেরা মেয়ের বুকে
সম্মান হারানোর ভয়
মা বুঝে প্রবাসে যাওয়া ছেলের বুকেও
দেশ ছাড়ার কত সংশয়!

মায়েরা বুঝে..সব বুঝে-
বুঝে মেয়ে তার কোন শাড়িতে মানানসই!
আরো বুঝে আমাদের কখন কি লাগবে!
মায়েরা সুখ বুঝে,দুঃখ বুঝে,পছন্দ বুঝে,অপছন্দ বুঝে!
ইচ্ছা অনিচ্ছা সব বুঝে!
মায়েরা প্রয়োজন বুঝে প্রিয়জন বুঝে!

ছেলের ময়লা জমানো টি-শার্ট,ফাকা পকেট
কিংবা হাসির আড়ালে কান্না সবটারই মা রাখে খুঁজ!
সবাই আমাদের বাঁচতে দেখে কিন্তু মা জানে
তার সন্তান কি অবলীলায় মরছে রোজ!

এ সংক্রান্ত আরও সংবাদ