পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – পুলিশ সুপার

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমী উপলক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। রবিবার (২২ অক্টোবর ২০২৩ খ্রি.) সন্ধ্যা থেকে পুলিশ সুপার সুনামগঞ্জ পৌরসভা এলাকার রামকৃষ্ণ মিশন পুজামণ্ডপ, জগন্নাথবাড়ি পুজামন্ডপ, ষোলঘর পুজামণ্ডপসহ একাধিক পুজামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির সদস্যসহ মণ্ডপে আগত ব্যক্তিদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃংখলা সংক্রান্তে খোঁজখবর নেন। পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সাথে ডিডটি পালন করার জন্য বলেন তিনি। পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনের সময় মণ্ডপ কমিটির সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার স্বরূপ ফলের ঝুড়ি তুলে দেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্হিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অফিসার ইনচার্জ (সদর থানা) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণসহ জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ