প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মদ, চিনি, কয়লা, স্কীন সাইন ক্রিম, গরু এবং ইঞ্জিনসহ ট্রলি আটক করেছে ২৮- বিজিবি টিম।
জানা যায়, মাঠগাঁও বিওপির টহল দল ১৮ জানুয়ারি বুধবার সীমান্ত পিলার ১২২৪/৮-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৬৩ কেজি ভারতীয় চিনি আটক করে।
একই দিনে নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৪/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে।
টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া নামক স্থান হতে ১,৩০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি ইঞ্জিনসহ ট্রলি আটক করে।
বনগাঁও বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২১৭ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে।
এবং লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ১,৬০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
ডুলুরা বিওপির টহল দল ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২২২/৯-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে ১,৮৯০ পিস ভারতীয় স্কীন সাইন ক্রিম এবং ২৭০ কেজি চিনি আটক করে।
একই দিনে মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৪টি ভারতীয় গরু আটক করে এবং
বনগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ২২৫ কেজি ভারতীয় চিনি আটক করে।
আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৮ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং চিনি, কয়লা, স্কীন সাইন ক্রিম, গরু ও ইঞ্জিনসহ ট্রলি কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest