সুজন তালুকদার ছাতক প্রতিনিধি
ছাতকে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দিঘীর পাড়া নিবাসী,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের (আবুল মিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।বুধবার বাদ যোহর সিংচাপইড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (আবুল মিয়া) মঙ্গলবার রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন,ছাতক উপজেলা সহকারি কমিশননার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ
ইসলাম উদ্দিন ও থানা পুলিশের একটি চৌকস দল।
এ সময় সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন