স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ: আপনারা যখন নবীন ছিলেন, আমাদের বয়সের ছিলেন,তখন আপনারাও আমাদের মতো মানুষের সেবা দিয়েছেন, সহায়তা করেছেন।
আমরাও আপনাদের মতো মানুষের সেবা করে যাব।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, কন্যার বিবাহ, চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগ সহায়তা অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের কাজির পয়েন্টস্থ সমিতির কার্যালয়ে অর্থ সহায়তা বিতরণ করা হয়।
সমিতির সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা প্রফেসর পরিমল কান্তি দে, উপদেষ্টা নুরুল আমীন, সদস্য মোর্শেদ আলম, নুরুল ইসলাম গাজী, একে ওসমান গণি প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ন্যাথানেল এড উইন ফেয়ারক্রস, সৈয়দ মুহিবুল ইসলাম সহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সমিতির সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, কন্যার বিবাহ, চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগ সহায়তা হিসেবে ৭ লাখ ৩১ হাজার ৭শ টাকা নগদ বিতরণ করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন