ভাটির কণ্ঠ ডেস্ক : সিলেট কিং ব্রীজের নিচে অসহায় দারিদ্র্য ও পথশিশুদেরকে গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
০৯ জানুয়ারী, রাত ৯ টার সময় শীতকে উপেক্ষা করে
মানবতার জয় হোক এই স্লোগানকে ধারণ করে পথশিশু রাস্তায় থাকা মানুষদেরকে গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি কাপ্তান আহমদ,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা কয়েছ আহমেদ,এবং আব্দুল রাজ্জাক বুলবুল আহমেদ ও প্রয়াত এডভোকেট ভাষা রেহনুমার ছোট বোন ডাঃ কনিজ রেহনুমা রব্বানী কথা প্রমুখ।
ডাঃ কনিজ রেহনুমা কথা বলেন,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির নিবেদিত প্রাণ ছিলেন আমার বড় বোন এডভোকেট ভাষা রব্বানী। তিনি সবসময়ই মানুষের জন্য কাজ করতেন। মানবতার পাশে সবসময়ই ছিলেন। আজ জন্মদিন উনার।আমরা উনার রুহের মাগফেরাত কামনা করছি এবং অসহায় ভবঘুরে রাস্তায় থাকেন তাদেরকে সহযোগিতা করছি। গ্রীন ক্রিসেন্ট সোসাইটির এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা বিগত দিনের ন্যায় এবারও অসহায় দারিদ্র্য মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন