সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক দূর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁও এলাকায় পাশবর্তী ইদনপুর গ্রামের সৈকত আলীর ছেলে জহুরুল ইসলাম (৫৫) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এছাড়া,উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের নুরপুর জামে মসজিদের মালিকানাধীন পুকুরের পানিতে ডুবে ওই গ্রামের মংলা মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী পাবেল মিয়া (১৭) যুবকের মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন