প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক : এফবিসিসিআই ও সুনামগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে অসহায়, গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
(০৫ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাম্মনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫০ জন গরিব, দুস্ত,অসহায়, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ও সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘হুসনা হুদা।
উপস্থিত ছিলেন, চেম্বারের পরিচালক রুবি বেগম।
স্হানীয় জনপ্রতিনিধি,মেম্বার, মহিলা মেম্বার সহ, সুশীল মুরুব্বীগন।
বিতরণকালে উপস্হিত উপকারভোগীরা বলেন,বন্যায় ঘরের সবকিছু নিয়ে গেছিলো, এবারের শীত আমাদের জন্য বড়ই দুঃখের, আমাদের পরিবারের সবাইকে নিয়ে কষ্টে ছিলাম,আজ কম্বল পেয়ে খুব খুশী লাগছে। সুনামগঞ্জ উইমেন্স চেম্বার সবসময়ই বিপদেআপদে সাহায্য করে আসছেন সুনামগঞ্জবাসী কে। তাই এলাকার নারী পুরুষ সহ অসংখ্য মানুষজন উইমেন্স চেম্বার অব ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানান।
মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা উইমেন্স চেম্বারের সভাপতি হুসনা হুদা বলেন, আমরা গতবারের ন্যায়, এবারেও উদ্যেম ও বিচক্ষণতার সহিত কাজ করে যাচ্ছি। গত দিনে ২০০শত অসহায় শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করেছি। আজও আমরা করেছি। এই সহযোগিতা চলমান রয়েছে। আমরা চাই এই শীতে যেনো শীতার্ত মানুষের পাশে থেকে সহায়তা দিতে পারি। এবং মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই আহ্বান ব্যক্ত করে শীতার্ত মানুষের পাশে থাকতে পারি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest