নিজস্ব প্রতিবেদক :: পরিত্যক্ত অবস্থায় নগদ চৌদ্দ লক্ষ টাকা উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দোয়ারাবাজার সীমান্ত থেকে এই টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলাধীন ৮ নম্বর বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ীর সীমান্ত পিলার ১২২৭/১—এস এর নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় চৌদ্দ লক্ষ বাংলাদেশী নগদ টাকা উদ্ধার করা হয়। বিওপির জেসিও—৭৮৮৮ সুবেদার মো. মোক্তার আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই টাকা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান পিবিজিএম জানান, আটককৃত বাংলাদেশী টাকা দোয়ারাবাজার থানায় সাধারণ ডাইরী করে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন