মহি উদ্দিন আরিফ,স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষকদের তিনদফা দাবিতে এ উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রতিটি বিদ্যালয়ে শাট ডাউন কর্মসূচি পালনের উদ্যোগ নিলেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ওইদিন সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। পরে সেখানে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন,যুগ্ম আহ্বায়ক নূরুল মোমেন,ফরহাদ হোসাইন, সদস্য আনিসুল হক লিখন, মাহমুদুল হাসান সামরুল, আব্দুর নূর, দেবশ্রী সিনহা,জহুরা আক্তার প্রমুখ।
ধর্মপাশা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জাকির হোসেন বলেন, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করে আমরা এ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করার উদ্যোগ নিলেও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,অভিভাবকদের সহায়তায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা পরীক্ষা নিয়েছেন বলে জানতে পেরেছি।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিক মূল্যায়র পরীক্ষা স্থগিত করে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবদের সহায়তায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে আমরা পরীক্ষা চালু রাখার ব্যবস্থা করেছি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন