নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ধর্মপাশায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ধর্মপাশায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

সেলিম আহম্মেদ,ধর্মপাশা:  সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় পরিবার কল্যাণ সহকারী রেজিয়া সুলতানা, পরিবার কল্যাণ পরিদর্শিকা রিমা আক্তর চৌধুরী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শরফরাজ আহমেদ খাঁন বলেন, রাজস্ব খাতভুক্ত হয়েও চাকরির মৌলিক অধিকার নিয়োগবিধি থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি একটাই দ্রুত নিয়োগ বিধি কার্যকর চাই। কারণ নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার।

এ সংক্রান্ত আরও সংবাদ