বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টিটিসি স্থানান্তরের প্রতিবাদে সুনামগঞ্জ আলফাত উদ্দিন স্কয়ারে দলমত নির্বিশেষে সবার উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুরে নির্মাণাধীন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হঠাৎ করে জগন্নাথপুরে স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েক শতাধিক মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের বক্তব্য বক্তারা বলেন,তাহিরপুর একটি নৌ–দুর্গম হাওরাঞ্চল, যেখানে শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা অত্যন্ত সীমিত। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী টিটিসিটি তাহিরপুরেই হওয়ার কথা, জমি বরাদ্দ ও কাজের প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু স্থানীয় জনগণের মতামত না নিয়েই এটিকে জগন্নাথপুরে সরিয়ে নেওয়া অন্যায়, অবিচার ও হাওরবাসীর বঞ্চনা বাড়ানোর সামিল।
বক্তারা আরও বলেন, টিটিসি হলে তাহিরপুরের হাজারো তরুণ যুবক-যুবতী দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেত। একে সরিয়ে নেওয়া তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কঠিন হুসিয়ারী দিয়ে দাবি জানান—
টিটিসি স্থানান্তর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।এবং পূর্ব ঘোষণার মতো টিটিসি তাহিরপুর উপজেলাতেই নির্মাণ করতে হবে।তাহিরপুরকে শিক্ষা, প্রশিক্ষণ ও উন্নয়ন সুবিধায় অগ্রাধিকার দিতে হবে।
বক্তারা আরও বলেন, হাওরবাসীর সাথে এ ধরনের বঞ্চনা বারবার করা হচ্ছে। আমাদের অধিকার আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করব।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন