প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে চারটায় মহিষখলা বাজার চৌরাস্তায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মধ্যনগর উপজেলার স্থানীয় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মধ্যনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু’র নেতৃত্বে প্রায় ২ শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে ধানের শীষের পক্ষে সুভাযাত্রা মিছিল নিয়ে মহিষখলা বাজারে ঐ বিশাল দোয়া ও মোনাজাতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন,“বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের নিষ্ঠুর আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণেই আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনবারের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর প্রতি এমন আচরণ কোনও সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা নিয়ে সরকারের অমানবিক অবস্থান নিয়েছিল, জাতিকে ব্যথিত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, দেশ ও জাতির কাছে শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এম এ মান্নান,
০১৬০২২৩২৭৫৫
০২.১২.২০২৫

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest