ছাতকে শিক্ষক সমিতির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হলেন মোঃ আতাউর রহমান

প্রকাশিত: ৩:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

ছাতকে শিক্ষক সমিতির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হলেন মোঃ আতাউর রহমান

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন। ২৯ নভেম্বর শনিবার আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটার শিক্ষকগণ নিরিবিলি পরিবেশে তাদের পছন্দের প্রার্থী কে মহামূল্যবান ভোট প্রদান করেন। নির্বাচন শেষে ভোট গণনায় ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ২০১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ আতাউর রহমান। উক্ত নির্বাচনে সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পালপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাবুর রহমান মুস্তাক পেয়েছেন ৮০ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা পেয়েছেন ৭২ ভোট। উপজেলার ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬৫ জন ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোটার ভোট প্রদান করেছেন এর মধ্যে সর্বোচ্চ ২০১ ভোট পেয়ে বিজয়ী সভাপতি আতাউর রহমান।

সকল প্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধান ও আমার প্রানপ্রিয় সহকর্মী শিক্ষক বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান আহবায়ক নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মোঃ আতাউর রহমান।
তিনি বলেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষকগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন এই বিজয় আমার নয় পুরো শিক্ষক সমাজের ও সমাজের সচেতন মহল সহ উপজেলা সকল শ্রেণি পেশার লোকজনের কারন আমাকে সাপোর্ট করে যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা করেছেন এটাই আমার জন্য বড় পাওয়া আমি যেন আমার মেয়াদ কালীল সময়ে শিক্ষকগণের কল্যাণে
কাজ করে সকলের ভালোবাসার মূল্য দিতে পারি
পরিশেষে তিনি দোয়া প্রার্থনা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ