মহি উদ্দিন আরিফ,স্টাফ রিপোর্টার::
শারীরিক প্রতিবন্ধী এক শিশু (১১)কে ধর্ষণ করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় গতকাল শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। ধর্ষণে শিকার হওয়া ওই শিশুটির বাবা (৫২) বাদী হয়ে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের আজিজুল হকের ছেলে শিপন মিয়া (১৬) নামের এক কিশোরকে আসামি করে এই মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,ওই শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী৷ সে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি পাশের বাড়িতে খেলাধূলা করে নিজ বাড়িতে ফেরার পথে কিশোর শিপন মিয়া তাকে ডাক দেয়। পরে জোর করে পরিত্যক্ত একটি রান্নাঘরের ভেতরে নিয়ে দুই হাত রশি দিয়ে বেঁধে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির বাধা দুই হাত খুলে দিলে সেখান থেকে সে কাঁদতে কাঁদতে নিজ বাড়ি চলে আসে। ওইদিন রাত আটটার দিকে পুরো ঘটনাটি শিশুটি তার মাকে জানায়। শিশুটির মায়ের কাছ থেকে ঘটনাটি জানতে পরে তাঁদের আত্বীয় স্বজনের সঙ্গে এ নিয়ে পরামর্শ করেন শিশুটির বাবা। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওইদিন রাতে শিশুটির বাবা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন,এ ঘটনায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন