ফুলেল বরণে দলে ফিরলেন অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

ফুলেল বরণে দলে ফিরলেন অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল

মহি উদ্দিন আরিফ, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের ধর্মপাশায় পুনরায় দলে ফিরলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল।তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান,উপজেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক আব্দুল হক, এসএম রহমত, জুলফিকার আলি ভুট্টো,উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহবায়ক হাজী ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স,উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ম্যৎসজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ,উপজেলা ছাত্রদলের সিঃনিঃ যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক নূর হোসেন শাহীন,সরকারি কলেজ শাখার সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, রাহাত তালুকদার, বাদশাগঞ্জ কলেজ শাখার সভাপতি সমিউল হক প্রমুখ।নেতাকর্মীরা জানান, দলের সিদ্ধান্তে পুনর্বহালের খবর পেয়ে স্থানীয় নেতাদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। কামালের ফিরে আসায় উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা মন্তব্য করেন।পুনর্বহালের আনন্দে আজকের এই ফুলেল বরণ স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।উল্লেখ্য,গত ২৪ নভেম্বর সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ