আব্দুস সামাদ আফিন্দী ::
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫ এর বিশেষ আয়োজন বর্জ্য-শূন্য ক্রিকেট ম্যাচ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যতিক্রমী খেলা ও মুক্ত মঞ্চের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজরফ,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবক আব্দুর রব,এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য-শূন্য আয়োজনের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চান আয়োজকরা।ম্যাচে বিভিন্ন ইউনিয়নের তরুণ ক্রিকেটাররা অংশ নেন। পুরো মাঠে প্লাস্টিকবর্জ্য নিষিদ্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের জন্যও ছিল বিশেষ সচেতনতা নির্দেশনা।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বর্জ্য-শূন্য সমাজ গঠনে তরুণদের আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন