প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রসাশনের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর ) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের কার্যালয়ের অফিস কক্ষে, উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়াও পরপর তারুণ্যের উৎস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায়, বক্তব্য রাখেন মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,
এন এস আই প্রীতম চক্রবর্তী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম সয়ফুল ,মধ্যনগর উপজেলা জামায়াতের সভাপতি আবু তাহের, মধ্যনগর উপজেলার হেফাজত ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, তাছাড়াও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন , বিজিবি কমান্ডার আব্দুল সিদ্দিক , কমান্ডার মোঃ হাতেম মিয়া প্রমুখ।
সভায় আলোচনা হয় মাদক নিয়ন্ত্রণ,জুয়া খেলানিয়ন্ত্রণ,চোরি,ডাকাতি,ছিনতাই,বাল্যবিয়ে,ইভতিজিং সহ সামাজিক অবক্ষয়ের অপরাধ দমন, সীমান্তনিরাপত্তা,চোরাচানী নিয়ন্ত্রণে রাখার আহবান জানান বক্তারা।
পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উজ্জ্বল রায় বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকার সচেতন মহল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায়, সমাজের অপরাধ অরাজকতা বন্ধ করতে হবে। এবং সমাজের মরনব্যাধি মাদক, জুয়া, নিধনের ক্ষেত্রে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। পরিশেষে তারুণ্যের উৎস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
২৬/১১/২৫

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest