সুজন তালুকদার,ছাতক: ছাতকের আইনাকান্দি নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ২য় তলা ভবন উদ্বোধন। ১ জানুয়ারি রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। শাইখুল হাদিস হয়রত মাওলানা আব্দুস সোবহান পাইগাঁও হুজুরের সভাপতিত্বে ও আইনাকান্দি জামে মসজিদের ইমাম রায়হান রাফি মহিবী'র পরিচালনায়
,প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক আশিকুল ইসলাম আশিক। শিক্ষক মাওলানা মুফতি আলী আহমদ,হাফিজ আব্দুল ওয়াদুদ,মাওলানা জুনায়েদ আহমদ,পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মনাফ,সহসভাপতি হারুনুর রশিদ,এসময় আব্দুস সোবহান, মতছির আলী,হবিব মিয়া,রফিক মিয়া,আলমাছ আলী,আব্দুল হাশিম,সেবুল মিয়া,নাছিম খা,আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন