জামালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

জামালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী :

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা । দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত সুলতানা।
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী, সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।

বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন সম্প্রসারণ এবং দুধ-মাংস উৎপাদন বৃদ্ধিতে সরকারের বহুমুখী উদ্যোগের ফলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হয়েছে। এ ধরনের প্রদর্শনী খামারিদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে তাদের পরিচিত করে তুলছে।

প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত দুধ, ডিম, প্রক্রিয়াজাত খাদ্য, উন্নত জাতের গবাদিপশু ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়। অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় খামারি, ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শেষে বিভিন্ন প্রদর্শনী স্টলে অংশগ্রহণকারীদের মাঝে বিচারক প্যানেলের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ