সেলিম আহম্মেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশায় রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
এসময় উপজেলার সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর গ্রামের কৃষক মো. শান্তু মিয়ার কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) গোলাম মুর্শিদ রাসেল, প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য কবীর আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন প্রমুখ।
এ উপজেলায় কৃষকদের কাছ থেকে ২১ মেট্রিক টন ধান ও রাইস মিলারের কাছ থেকে ৪১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। যার প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা এবং প্রতি কেজি চাউলের দাম ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন