সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি:;
ছাতক থানা মসজিদ সংস্কার ও প্রশস্থকরণ কাজে পুলিশের রূপান্তরকারী পদক্ষেপ।ছাতক থানা জামে মসজিদ সংস্কার ও মসজিদ প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর সোমবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান।
দীর্ঘদিন ধরে মসজিদে মুসল্লিদের সমাগম বেড়ে যাওয়ায় এবং সংকুলান না হওয়ায় মসজিদ প্রশস্ত করনের উদ্যোগ গ্রহন করে থানা পুলিশ। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রঞ্জন কুমার দাস, মসজিদ কমিটির সেক্রেটারী হাজী নিজাম উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হাসান, ব্যবসায়ী হাজী বাবুল মিয়া,ছাতক মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই কালা মিয়া, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, আদনান হোসেন মিজান, নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, হাজী লিলু মিয়া,কবির আহমদ সহ থানায় কর্মরত এসআই এএসআই ও পুলিশ সদস্য বৃন্দ।
বক্তারা বলেন,থানা মসজিদকে আধুনিক ও শান্তিপূর্ণ পরিবেশে রূপান্তর করতে পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে এটি একটি মহৎ উদ্বোধন প্রশংসার দাবিদার পুলিশ। এই মহতী উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
ওসি সফিকুল ইসলাম খান বলেন একমাত্র মুসল্লিগণের কল্যাণেই এই মহৎ উদ্যোগ দিয়েছি মসজিদ উন্নয়নের কাজে ইতিমধ্যেই ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের লোকজন এগিয়ে আসছেন যা সত্যিই প্রশংসনীয় ও মানবিক উদাহরণ। পরিশেষে মোনাজাত করেন থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিল আহমদ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন