সেলিম আহম্মেদ,ধর্মপাশা
৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজিত চন্দ্র সরকারকে সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কলমাকান্দা উপজেলার চানপুর মাদ্রাসা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুজিত (৪৮) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ঘাষী গ্রামের সতীশ চন্দ্র সরকারের ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, সুজিত একটি ঘর পোড়ানো মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী।
সে দীর্ঘদিন পলাতক ছিল, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন