প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

বিশেষ প্রতিবেদন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে ভোটের মাঠ জমে উঠেছে। এই জমজমাট প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর এবং আসনের একক জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান। তৃণমূলে তার গ্রহণযোগ্যতা, ধারাবাহিক জনসংযোগ এবং শক্তিশালী সাংগঠনিক ঘাঁটি তাকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দৃশ্যমান সুবিধায় রেখেছে।
বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ-১ একটি বিস্তৃত হাওরাঞ্চল, যেখানে মৌসুমি ভৌগলিক অবস্থান রাজনৈতিক প্রচারণাকে কঠিন করে তোলে।
প্রায় সাড়ে চার লক্ষাধিক ভোটারের মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ ও ধর্মীয় জনগোষ্ঠীর।
অতীতে এই আসন বিএনপি ও আওয়ামী লীগের হাতবদল হলেও, নতুন সমীকরণে তৃতীয় শক্তি হিসেবে জামায়াত ধারাবাহিকভাবে প্রভাব বাড়াচ্ছে।
ধর্মীয় ও সামাজিক গ্রহণযোগ্যতা মাওলানা তোফায়েল খান দীর্ঘদিন ধরে জেলার ধর্মীয় ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। স্থানীয় মসজিদ-মাদ্রাসাভিত্তিক কমিউনিটিতে তাঁর প্রভাব অত্যন্ত দৃঢ়।
জনমত জরীপে জানাযায়, তিনি প্রতিদিন বিভিন্ন গ্রাম, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে প্রচারণা চালাচ্ছেন।
তাহিরপুরের বড়ছড়া, বালিজুড়ি; জামালগঞ্জের ফেনারবাঁক; এবং ধর্মপাশার সুখাইড় রাজাপুরসহ বিভিন্ন স্থানে তাঁর জনসভা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
তরুণদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন টিম তৈরি—যা অনলাইন ও অফলাইনে সমান সক্রিয়।জনপ্রিয় বার্তা: ‘সৎ ও খোদাভীরু নেতৃত্ব’
তিনি প্রচারণায় জোর দিচ্ছেন—দুর্নীতি কমানো,হাওরাঞ্চলের স্থায়ী উন্নয়ন,স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার বৃদ্ধি,সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন,
এই বার্তা বৃহৎ ধর্মীয় ভোটব্যাংক ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।
সরিজমীনে দেখা যায়, বর্তমান মাঠপর্যায়ের তথ্য, প্রচারণার গতি এবং সংগঠনের শক্তি বিবেচনায়
ধর্মীয় ভোটব্যাংক প্রায় পুরোপুরি তোফায়েল খানের দিকে ঝুঁকেছে।
তরুণ ভোটারদের একটি অংশ উন্নয়নমুখী বার্তার জন্য তাঁর দিকে আকৃষ্ট হচ্ছে।বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি থাকলে তোফায়েল খান সবচেয়ে বড় সুবিধা পাবেন।ফলে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সুনামগঞ্জ-১ আসনে তিনি বাস্তবসম্মতভাবেই এগিয়ে থাকা প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সুনামগঞ্জ-১ আসনে ভোটের মাঠ এখন উত্তপ্ত, তবে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে এই মুহূর্তে সবচেয়ে সমন্বিত, সংগঠিত ও ধারাবাহিক প্রচারণার কারণে মাওলানা তোফায়েল আহমদ খান স্পষ্ট অগ্রগামী অবস্থানে।
যদি প্রচারণার এই ধারাবাহিকতা বজায় থাকে এবং বিরোধীদের ভোট বিভক্তি অব্যাহত থাকে, তাহলে এই আসনে তাঁর জয়ের সম্ভাবনা আরও শক্তভাবে দাঁড়াবে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest