সানজাব উস্তার :
শীতের শেষ প্রহর আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোর ধানের প্রাথমিক আবাদে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটি অঞ্চলের কৃষকরা। চারদিকে এখন এক ধরনের কর্মচাঞ্চল্য—কেউ জমি চাষ করছেন, কেউ পানি তুলে বীজতলা প্রস্তুত করছেন, আবার কেউ ইতোমধ্যে বোর ধানের বীজ ফেলায় মনোযোগী।
উপজেলার সবকটি ইউনিয়নের মাঠজুড়ে চলছে বীজতলা তৈরির কাজ। হাওরের মাটি সঠিকভাবে শুকিয়ে আসায় কৃষকেরা এবার সময়মতো বীজ ফেলার সুযোগ পেয়েছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম বন্যা ও অনিশ্চিত আবহাওয়ার ঝুঁকি মাথায় রেখে তারা যত দ্রুত সম্ভব বীজতলা প্রস্তুত শেষ করতে চান।
কৃষক সোলেমান মিয়া জানান, “বোর ধানই আমাদের বছরের সবচেয়ে বড় ভরসা। তাই দেরি করলে চলে না। মাটি এখন ভালো আছে, তাই সবাই বীজ ফেলতে মাঠে নেমেছে।”
আরেক কৃষক রহিম আলী বলেন, গতবছর বর্ষা ও আগাম বন্যার কারণে ক্ষতি হলেও এ বছর ভালো ফলনের আশায় তারা আগাম প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর তাহিরপুরে প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে বোর ধানের আবাদ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের সহায়তায় উন্নত জাতের বীজ, পরামর্শ ও প্রয়োজনীয় সার–কীটনাশক সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “হাওর অঞ্চলের কৃষির মূল ভরসা বোর ধান। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো উৎপাদনের সম্ভাবনা রয়েছে।”
শস্যভরা স্বপ্ন নিয়ে এখন ভাটি অঞ্চলের মাঠজুড়ে শুধু কৃষকের পরিশ্রম—আর অপেক্ষা এক সমৃদ্ধ ফসলের মৌসুমের।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন