আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগণই গণতন্ত্রের ভিত্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে সুজন জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপারি সিক্সটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন রুমির সঞ্চালনায় ও সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন—
সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম তালুকদার,
সহ-সভাপতি মোঃ নুর জালাল মিয়া, মোঃ নুর উদ্দিন, আবুল খায়ের তালুকদার,
সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার, আলাউদ্দীন, নুর হোসেন, জাহাঙ্গীর আলম, আবু সোহাগ তালুকদার,
সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, গোলাম কিবরীয়া জুয়েল, দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জালাল উদ্দীন, প্রচার সম্পাদক তোফাজ্জল ইসলাম,সাহিত্য সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ,
ক্রীড়া সম্পাদক শাহ আলম,
মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন জান্নাত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার, এবং সদস্য এম. আল আমিন ও মমর্তা পাল।
সভায় সুজনের জামালগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সকলের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন