প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমানকে ঘিরে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব জনসমর্থন। প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে আসে তার সমর্থনে—যা পরিণত হয় এক আবেগময় গণসমাবেশে।
বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরার মুহূর্ত থেকেই চারদিক থেকে দলে দলে মানুষ ছুটে আসে তাকে একনজর দেখার জন্য। ফুলেল শুভেচ্ছা, করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেকের চোখেই ছিল আবেগের অশ্রু—নেতাকে পাশে থাকার অঙ্গীকারে ভরা।
সভায় মাহবুবুর রহমান বলেন—
“গ্রামগঞ্জের কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের মার্কা ধানের শীষ। যেকোনো মূল্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক; তারেক জিয়া আমার নেতা।”
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এক গ্রেনেড হামলায় তার বাম কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন সাধ্যমতো।
তিনি আরও বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে। প্রাথমিক তালিকায় নাম না থাকা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন—“চূড়ান্ত তালিকায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবেন। দল কখনো ত্যাগ ও শ্রম বৃথা যেতে দেয় না।”
সমর্থকদের উদ্দেশে তিনি আবেগঘন কণ্ঠে বলেন—“আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সেটি বাস্তবায়ন করতে না পারায় আমি দুঃখিত। কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি—তা নিয়েই আমি আজীবন জনকল্যাণে কাজ করে যাব। শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ধানের শীষই আমার ঠিকানা।”
জনতার ঢল আর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে মাহবুবুর রহমান জানান—মানুষের আস্থা, বিশ্বাস ও সমর্থনই তার রাজনীতির প্রকৃত শক্তি, যা তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest