জামালগঞ্জে  সুজন”র  নতুন কমিটি গঠন,সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক-তৌফিকুল ইসলাম

প্রকাশিত: ৩:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

জামালগঞ্জে  সুজন”র  নতুন কমিটি গঠন,সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক-তৌফিকুল ইসলাম
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ:: 
স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নাগরিক সংগঠন ‘সুজন – সুশাসনের জন্য নাগরিক’ এর জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।
  নবনির্বাচিত সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে  ও  নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার (PFJ)  পিস এম্বাসাডর  ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক ও ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ,সুজন সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়ক কুদরত পাশা,এবং সুজন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ফারুক রশীদ।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ নুর জালাল মিয়া, মোঃ নুর উদ্দিন, আবুল খায়ের তালুকদার, সাবিহা জাহান,সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার, আলাউদ্দীন, নুর হোসেন, জাহাঙ্গীর আলম, আবু সোহাগ তালুকদার,সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন রুমি,সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, গোলাম কিবরীয়া জুয়েল, দিলোয়ার হোসেন,অর্থ সম্পাদক জালাল উদ্দীন,সহ-অর্থ সম্পাদক আমিনুল হক মনি, প্রচার সম্পাদক তোফাজ্জল ইসলাম,সাহিত্য সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ,ক্রীড়া সম্পাদক শাহ আলম,মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন জান্নাত,সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার,সদস্য এম আল আমিন, মমর্তা পাল।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক আফিন্দী বলেন,সুজন হলো এমন একটি নাগরিক প্ল্যাটফর্ম, যা কোনো দলীয় রাজনীতির বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার, জবাবদিহিতা এবং প্রশাসনিক স্বচ্ছতার পক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে সুশাসনের অভাবই দুর্নীতি ও বৈষম্যের মূল কারণ। তাই নাগরিকদের সচেতন ও সংগঠিত করেই প্রকৃত গণতন্ত্রের চর্চা সম্ভব। জামালগঞ্জের নবগঠিত কমিটির মাধ্যমে এই অঞ্চলে নাগরিক আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।
নবনির্বাচিত সভাপতির বক্তব্যে মোঃ লুৎফুর রহমান বলেন,আমরা চাই এমন এক সমাজ যেখানে নাগরিকরা ভয়মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং প্রশাসনের কাছে জবাবদিহিতা চাইতে পারে। জামালগঞ্জে নাগরিক চেতনার জাগরণ ঘটিয়ে সুশাসনের আন্দোলনকে আমরা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদকের বক্তব্যে মোঃ তৌফিকুল ইসলাম তালুকদার বলেন,সুজনের লক্ষ্য হলো সমাজে ন্যায়বিচার ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলা। আমরা প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নাগরিকদের সংগঠিত করব, যাতে সবাই প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে পারে। নাগরিক সচেতনতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদকের বক্তব্যে মিছবাহ উদ্দীন রুমি বলেন,তরুণ সমাজই পরিবর্তনের মূল চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, তরুণদের সম্পৃক্ত করেই দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। জামালগঞ্জে আমরা সেই পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
তাছাও অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন,সুশাসনের জন্য নাগরিক সুজন শুধু একটি সংগঠন নয়, এটি এক নাগরিক আন্দোলন। যার লক্ষ্য মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করা, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা দাবি করা এবং গণতান্ত্রিক চর্চাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।তারা আশা প্রকাশ করেন,নবগঠিত এই কমিটি জামালগঞ্জে সুশাসনের আন্দোলনকে আরও বেগবান করবে এবং নাগরিক অধিকারের দাবিকে নতুন মাত্রা দেবে।
উল্লেখ্য -‘সুজন সুশাসনের জন্য নাগরিক’ একটি অরাজনৈতিক, অলাভজনক নাগরিক সংগঠন। সংগঠনটি সারাদেশে নির্বাচনী সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ